Sambad Samakal

Sarat Mukhopadhyay: শীতের ভোরে প্রয়াত কবি শরৎ কুমার মুখোপাধ্যায়

Dec 21, 2021 @ 5:33 pm
Sarat Mukhopadhyay: শীতের ভোরে প্রয়াত কবি শরৎ কুমার মুখোপাধ্যায়

শীতের ভোরে নির্বাচনী উত্তাপের মধ্যেই প্রয়াত হলেন বাংলা সাহিত্যের নক্ষত্র কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। মঙ্গলবার ভোরে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। প্রায়ণকালে কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৯০। উত্তর আধুনিক যুগে শরৎ মুখোপাধ্যায় ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলীদের সমসাময়িক।

‘ত্রিশঙ্কু’ ছদ্মনামে লিখতেন কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। তাঁর বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্যতম ‘টু গড’, ‘বিরাজমোহন’ প্রভৃতি। নিজের কবিতায় আগুন ঝড়ানো নতুন ভাষার জন্ম দিয়েছিলেন কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। সুনীল গাঙ্গুলীর ‘কৃত্তিবাস’ পত্রিকার সঙ্গেও জড়িয়ে ছিলেন ভীষণভাবে। তাঁর বেশকিছু কবিতার অনুবাদ হয়েছিল ইংরেজি ভাষাতেও। বলা যায়, বাংলা সাহিত্যের একটি যুগের অবসান হল কবি শরৎ কুমার মুখোপাধ্যায়ের জীবনাবসানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *