Sambad Samakal

সিবিএসই দ্বাদশের মূল্যায়ন কীভাবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Jun 17, 2021 @ 2:30 pm
সিবিএসই দ্বাদশের মূল্যায়ন কীভাবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

করোনা ভাইরাসের জেরে বাতিল হয়েছে সিবিএসই দ্বাদশের পরীক্ষা। এবার ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন কীভাবে হবে তা স্থির করে দিল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে সিবিএসই বোর্ডকে জানিয়ে দেয়, নবম, দশম ও একাদশ শ্রেণির রেজাল্টের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করা হবে। 
দশম শ্রেণির ৩০ শতাংশ, একাদশ শ্রেণির ৩০ শতাংশ আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির নম্বর নিয়ে ফল প্রকাশ করা হবে। তবে ইউনিট টেস্ট, প্র্যাকটিকাল পরীক্ষার ফলও নজরে থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করতে হবে বলেও সিবিএসই বোর্ডকে জানিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে এর আগে ১৩ সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের স্বার্থেই নরেন্দ্র মোদী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় প্রধানমন্ত্রীর দফতর। সেই সিদ্ধান্তকে সমর্থন করেছিল সুপ্রিম কোর্টও। তারপর পরীক্ষা না হলে পড়ুয়াদের মূল্যায়ণ কীভাবে হবে তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিএসই বোর্ড।

Related Articles