Sambad Samakal

শ্যাম মেটালিকস আইপিও বাজারে আনার সেবির ছাড়পত্র পেল

May 17, 2021 @ 9:26 pm
শ্যাম মেটালিকস আইপিও বাজারে আনার সেবির ছাড়পত্র পেল

রাজ্যের শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি লিমিটেড শেয়ার বাজার থেকে ১১০৭ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমতি পেল। সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সেবি তাদের বাজার থেকে লগ্নি আকর্ষণের অনুমতি দিয়েছে। সেবি অবশ্য সংস্থাকে কর্মীদের জন্য তিন লক্ষ ইক্যুয়িটি শেয়ার সংরক্ষণের শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছে। সংস্থার পক্ষ থেকে নিয়ামক সংস্থা সেবি’র কাছে ফেব্রুয়ারি মাসে আইপিও বাজারে আনার অনুমতি প্রার্থনা করা হয়েছিল।

স্বভাবতই সংস্থার পরিচালন মন্ডলী এই অনুমতিতে সন্তুষ্ট। কলকাতা স্থিত এই সংস্থার তিনটি উৎপাদন কেন্দ্র পশ্চিম বর্ধমানের জামুরিয়া ও ওড়িশার সম্বলপুরে রয়েছে। থার্মো মেকানাক্যালি ট্রিটেড আয়রন বার, এবং স্ট্রাকচারাল পণ্য উৎপাদন করে এই সংস্থা। তিনটি কারখানা মিলে শ্যাম মেটালিক বর্তমানে ৫.৭১ মিলিয়ন টন লৌহ পণ্য উৎপাদন করে যা নিকট ভবিষ্যতে ১১.৬০ মিলিয়ন টন বছরে উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। লৌহ পণ্য ছাড়াও শীঘ্রই শ্যাম মেটালিক ভবিষ্যতে পিগ আয়রন, ডাকটাইল আয়রন পাইপ উৎপাদনে নজর দেবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও ২০২২ অর্থবর্ষে শ্যাম মেটালিক রাজ্যের পাকুড়িয়াতে একটি অ্যালুমিনিয়াম রোলিং মিল স্থাপন করবে, এই নতুন কারখানায় বছরে ০.০৪ মিলিয়ন টন অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

Related Articles