Sambad Samakal

অক্সিজেনের সুষম বন্টনের নজরদারিতে টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

May 10, 2021 @ 11:02 am
অক্সিজেনের সুষম বন্টনের নজরদারিতে টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। সর্বত্র অক্সিজেনের হাহাকার। এই পরিস্থিতিতে অক্সিজেনের সঠিক বণ্টনের বিষয়ে নজর রাখতে ১২ সদস্যের একটি জাতীয় টাস্ক ফোর্স তৈরি করল সুপ্রিম কোর্ট। যার নেতৃত্বে রয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাক্তার ভবতোষ বিশ্বাস। এছাড়া গুরুগ্রাম মেদান্ত হসপিটাল ও হার্ট ইনস্টিটিউটের চেয়ারপার্সন ডাক্তার নরেশ তেহরন-সহ দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ের চিকিৎসকরাও রয়েছেন। 

উল্লেখ্য, দিল্লিতে অক্সিজেন সংকট চরমে উঠেছে। এদিকে, করোনা ভ্যাকসিন থেকে অক্সিজেন বণ্টন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার হচ্ছে না, উল্টে এই রাজ্য থেকে অক্সিজেন অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলেও সরব হন তিনি। এর প্রেক্ষিতেই যে সুপ্রিম কোর্ট এবিষয়ে হস্তক্ষেপ করল তা বলা বাহুল্য।

Related Articles