Sambad Samakal

মোদির ঘোষণার জেরে আজ ভ্যাকসিন বন্ধ কলকাতায়

Jun 9, 2021 @ 5:47 pm
মোদির ঘোষণার জেরে আজ ভ্যাকসিন বন্ধ কলকাতায়

প্রথম থেকেই দাবি করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে দেশজুড়ে প্রবল চাপের মুখে পড়ে বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বিকল্প ব্যবস্থা না করেই রাজ্যগুলিকে ভ্যাকসিন বিক্রি বন্ধ দেয় কেন্দ্র। আর তার জেরেই জোগানের অভাবে বুধবার টিকাকরণ বন্ধ হয়ে গেল কলকাতায়।

কলকাতা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন। সেই মতো ভ্যাকসিন ক্রয় খাতে মুখ্যমন্ত্রী ৬২ কোটি টাকা বরাদ্দও করেন। ভ্যাকসিন বিক্রয়কারী সংস্থাগুলিকে মোটা অঙ্কের অগ্রিমও দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রীর বিনামূল্যে ভ্যাকসিন ঘোষণার পরই রাতারাতি রাজ্যগুলিকে ভ্যাকসিন বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এদিকে, মঙ্গলবার পুরনো স্টক দিয়ে কোনওক্রমে টিকাকরণ চালু রাখলেও স্টক শেষ হয়ে যাওয়ায় বুধবার থেকে শহরের শহরের ১০৩টি হেলথ সেন্টার ও ১৮টি মেগা সেন্টারে কোভিশিল্ড টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। ফলে মেগা সেন্টারগুলিতে সুপার স্প্রেডারদের যে টিকাকরণ চলছিল, তাও থমকে যায়। তবে সামান্য কিছু স্টক নিয়েই ৪১টি কেন্দ্রে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে।

কলকাতার মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতার ২২ লক্ষ মানুষ টিকা পেয়েছেন। আরও ৪০ লক্ষ টিকা পাওয়া গেলে মহানগরের সব মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে। বিকল্প ব্যবস্থা না করে কেন্দ্রের টিকা বিক্রির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনিও। ফিরহাদ বলেন, দ্রুত গতিতে টিকাকরণের জেরে গত কয়েকদিনে কলকাতায় করোনা সংক্রমণে বেশ কিছুটা লাগাম পরেছিল। এই পরিস্থিতিতে টিকাকরণ থমকে যাওয়ায় ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Related Articles