Sambad Samakal

বাদল অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল সংসদ

Jul 19, 2021 @ 12:26 pm
বাদল অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল সংসদ

আজ, সোমবার থেকে শুরু হল বাদল অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। কিছুক্ষণের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
এদিন লোকসভায় অধিবেশনের শুরুতে মন্ত্রীপরিষদে আসা নতুন মন্ত্রীদের সঙ্গে পরিচয় করানো হয়। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিতে উঠতেই পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। সংসদ কক্ষের মধ্যেই বিক্ষোভ দেখান তাঁরা। যা নিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বলেন, ‘সাংসদরা তীক্ষ্ণ ও ক্ষুরধার প্রশ্ন অবশ্যই করবেন তবে সরকারপক্ষকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে।’ এরপর করোনার বিরুদ্ধে দেশবাসীকে জোটবদ্ধ হয়ে লড়ার অনুরোধ জানিয়ে মোদী বলেন, ‘টিকা নিলেই বাহুবলী। সংসদে অবশ্যই সাংসদরা করোনা প্রোটোকল মেনে চলুন।’
অন্যদিকে, রাজ্যসভায় পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি নিয়ে আরও তথ্য জানতে চাওয়া হল সিপিআইয়ের তরফে। দলের রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম ২৬৭ ধারায় বিজনেজ নোটিস স্থগিতের কথা জানিয়েছেন। যা পেগাসাস স্পাইওয়্যারের ব্যাপ্তি সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করে। অন্যান্য বিরোধী সাংসদরাও এই বিষয়ে সোচ্চার হন। তুমুল হই-হট্টগোলে ঘণ্টা খানেকের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Related Articles