Weather: বৃষ্টি কমবে কবে? কী বলছে হাওয়া অফিস?

Weather: বৃষ্টি কমবে কবে? কী বলছে হাওয়া অফিস?

দু’দিনের টানা বৃষ্টি, তার ওপর মঙ্গলবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শহর ও শহরতলীর বহু এলাকা জলমগ্ন। দুর্ভোগ চরমে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ বুলেটিন প্রকাশ করে হওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। দুপুরের পর উন্নতি হতে পারে আবহাওয়ার। তবে সপ্তাহের শেষে ফের বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দুপুর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু নতুন করে নিম্নচাপের জেরে ১৮ সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। এমনকী, কয়েকটি জেলায় আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে।

Related Articles