Sambad Samakal

মমতা-শুভেন্দু, হুমায়ুন-ভারতী সম্মুখ সমর

Mar 6, 2021 @ 7:50 pm
মমতা-শুভেন্দু, হুমায়ুন-ভারতী সম্মুখ সমর

বিজেপি'র আংশিক প্রার্থী তালিকায় হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ডেবরা

আসন্ন বিধানসভা নির্বাচনে সম্মুখ সমরে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে। হাইভোল্টেজ কেন্দ্র ডেবরাও। ফলে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এল দুই কেন্দ্র। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচন ঘোষণার আট দিন পর প্রথম দু-দফা ভোটের ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তিনটি আসন জোটসঙ্গীদের ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির।
প্রত্যাশা মতোই চমকে ভরা বিজেপির এবারের প্রার্থী তালিকা। জল্পনা সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হল শুভেন্দু অধিকারীর নামই। চমক ডেবরা কেন্দ্রেও। সেখানে তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আরেক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। জল্পনা থাকলেও খড়গপুরে লড়ছেন না দিলীপ ঘোষ। সেখানে প্রার্থী হচ্ছেন তপন ভুইঞাঁ। ময়না কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দা।
মোদি-শাহ বাহিনীর বিশেষ নজরে এবার রয়েছে অভিষেক-গড় দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই জেলার গোসাবায় বিজেপি প্রার্থী চিত্ত (বরুণ) প্রামাণিক, পাথরপ্রতিমায় অসিত হালদার, কাকদ্বীপে দীপঙ্কর জানা, সাগরে বিকাশ কামিলার নাম ঘোষণা করেছে বিজেপি।
শুভেন্দু গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের তমলুকে হরেকৃষ্ণ বেরা, পটাশপুরে অম্বুজাক্ষ মাহান্তি, কাঁথি উত্তরে সুনীতা সিংহ, ভগবানপুরে রবীন্দ্রনাথ মাইতি, খেজুরিতে শান্তনু প্রামাণিক, কাঁথি দক্ষিণে অরূপকুমার দাস, রামনগরে স্বদেশরঞ্জন নায়েক, এগরায় অরূপ দাস, হলদিয়ায় তাপসী মল্লিকের নাম ঘোষণা করা হয়েছে। পাঁশকুড়া পূর্বে প্রার্থী দেবব্রত পটনায়েক, পাঁশকুড়া পশ্চিমে শিন্টু শতপতী, মহিষাদলে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীপুরে পুলককান্তি গুরিয়ার নাম রয়েছে প্রার্থী তালিকায়।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপির প্রার্থী হচ্ছেন শক্তিপদ নায়েক, নয়াগ্রামে বকুল মুর্মু, গোপীবল্লভপুরে সঞ্জিত মাহাতো, ঝাড়গ্রামে সুখময় শতপতী, কেশিয়ারিতে সোনালি মুর্মু, গড়বেতায় মদন রুইদাস, শালবনিতে রাজীব কুণ্ডু, মেদিনীপুরে শমিত দাশ, সবংয়ে অমূল্য মাইতি, বিনপুরে পালন সোরেন, পিংলায় অন্তরা ভট্টাচার্য, দাসপুরে প্রশান্ত বেরা, ঘাটালে শীতল কাপাট, চন্দ্রকোনায় শিবরাম দাস, কেশপুরে প্রীতিশরঞ্জন কুয়ার।
পুরুলিয়ায় বিজেপির প্রার্থী হচ্ছেন সুদীপ মুখোপাধ্যায়, বান্দোয়ানে পারসি মুর্মু, বলরামপুরে বানেশ্বর মাহাতো, জয়পুরে নরহরি মাহাতো। মানবাজারে গৌরী সিং সরদার, পারায় নদিয়াচাঁদ বাউড়ি, রঘুনাথপুরে বিবেকানন্দ বাউড়ি, সালতোড়ায় চন্দনা বাউড়ি, ছাতনায় সত্যনারায়ণ মুখোপাধ্যায়, রানিবাঁধে ক্ষুদিরাম টুডু, তালডাংরায় শ্যামলকুমার সরকার, ওন্দায় অমর সাখা, বিষ্ণুপুরে তন্ময় ঘোষ, কাতুলপুরে হরকালী পতিহার, ইন্দাসে নির্মল ধারা, সোনামুখীতে দিবাকর ঘোউরমি ও রায়পুরে শুধাংশু হাঁসদাকে এবার টিকিট দিল পদ্ম শিবির। বাঘমুণ্ডি আসনটি ছাড়া হয়েছে জোটসঙ্গী আজসুকে।

Related Articles