২৬ হাজারা চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে ‘অন্তর্বর্তী স্থগিতাদেশ’ জারি করল সুপ্রিমকোর্ট। মঙ্গলবার বিকেলে শুনানির শেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, আপাতত কারও চাকরি যাচ্ছে না। যোগ্য ও অযোগ্যদের পৃথক করতে পারলে, সকলের চাকরি যাওয়ার কোনও প্রশ্ন নেই।
এরসঙ্গেই সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ১৬ জুলাই মামালর পরবর্তী বিস্তারিত শুনানি হবে। ততদিন পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাতে পারবে সিবিআই। তবে অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয়ে ক্যাবিনেটের সদস্যদের হেফাজতে নিয়ে সিবিআই তদন্তের বিষয়ে স্থগিতাদেশ জারি করা হয়েছে। সুপ্রিমকোর্টের এই রায়ে স্বভাবতই খুশির হাওয়া চাকরিহারাদের মধ্যে।