২৬ হাজার চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের রায়ে ‘স্থগিতাদেশ’ দিল না সুপ্রিমকোর্ট! মঙ্গলবার নিয়োগ মামলার শুনানির শেষে নিজের পর্যবেক্ষণে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, হাইকোর্টের রায়ের কোনও অংশের ওপরেই আপাতত স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। কারণ শান্তিপূর্ণ ভাবে বিষয়টির আরও বিস্তারিত শুনানি প্রয়োজন।
আগামী জুলাই মাসে ফের এই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে সুপ্রিমকোর্টে। তার আগে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। প্রসঙ্গত, ২৬ হাজার চাকরি বাতিল, অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে সিবিআই তদন্ত ও প্রয়োজনে ক্যাবিনেট সহ সরকারি আধিকারিকদের হেফাজতে নেওয়ার নির্দেশ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সব রায়ই কার্যত বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।