বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হল তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মালদা ও মুর্শিদাবাদের মোট ৪টি লোকসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয়। বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ ভোটগ্রহণ শেষ হওয়ার আনুষ্ঠানিক সময় পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ।
সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এখাণে ভোটদানের হার ৭৬.৪৯ শতাংশ। জঙ্গিপুর আসনে ৭২.১৩ শতাংশ, মালদা দক্ষিণ আসনে ৭৩.৬৮ শতাংশ ও ৭৩.৩০ শতাংশ ভোট পড়েছে। তবে আনুষ্ঠানিক সময় পেরিয়ে যাওয়ার পরেও বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ফলে ভোট শতাংশ আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে।