মাত্র ৫৩ বছর বয়সে পৃথিবীর মায়া কাটালেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন, সাহিত্যিক মৌ রায়চৌধুরী। মঙ্গলবার সকালে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশিষ্ট শিল্পপতি সত্যম রায় চৌধুরীর সহধর্মিনী মৌ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্যও ছিলেন। একইসঙ্গে প্রথম শ্রেণির একটি বাংলা দৈনিকের ডিরেক্টর পদেও ছিলেন তিনি।
সাহিত্যিক হিসেবেও খ্যাতি ছিল মৌয়ের। তাঁর লেখা কবিতা পাঠক মহলে উচ্চ প্রশংসিত। সম্পাদনা ক্ষেত্রেও তাঁর সাবলীল বিচিতিন ছিল। বিভিন্ন পত্রিকার প্রধান উপদেষ্টা পদে ছিলেন তিনি। সঙ্গীত চর্চাও করতেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজ্যের শিল্পজগৎ ও সাংস্কৃতিক মহলে। শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমাজ মাধ্যমে তিনি লেখেন, “বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরীর প্রয়াণে অকস্মাৎ শূন্যতা সৃষ্টি হল। ওঁর স্বামী সত্যম, ছেলে দেবদূত ও সমগ্র পরিবার এবং যে গ্রুপকে তিনি নেতৃত্ব দিতেন, সেখানকার সকলের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”