Sambad Samakal

মোদিকে মুখোমুখি ‘খেলা’র চ্যালেঞ্জ মমতার

Mar 7, 2021 @ 4:48 pm
মোদিকে মুখোমুখি ‘খেলা’র চ্যালেঞ্জ মমতার

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখোমুখি ‘খেলা’র চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক ‘জনবিরোধী’ নীতির অভিযোগে সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির হাসমিচকের সভা থেকে মমতা বলেন, ‘খেলা হবেই। ক্ষমতা থাকলে আপনি আমার মুখোমুখি বসুন। আমি প্রশ্ন করব আপনি উত্তর দেবেন। আপনি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। দিন আর সময় আপনিই ঠিক করুন। ওয়ান টু ওয়ান খেলা হবে। আপনাকে হেরে বাড়ি ফিরতে হবে।’ তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পরিচিত সুরেই বলেন, ‘খেলা হবে, দেখা হবে, জেতা হবে। করেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে।’

আসন্ন বিধানসভা ভোটের প্রচারে এদিনই কলকাতার ব্রিগেডে যখন মোদির সমাবেশ চলছে, তখনই রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের লাগাতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে উত্তরবঙ্গ থেকে মোদিকে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে তিনি উত্তরবঙ্গের পথে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে প্রতিবাদ-বিক্ষোভে পা মেলান। তারপর জনসভা করেন। সেই সভা থেকেই আক্রমণ শানান মমতা। কোভিডের টিকায় মোদির ছবি থেকে, জ্বালানির দামবৃদ্ধি, ঘুরে ফিরে আসে মুখ্যমন্ত্রীর কথায়।

ব্রিগেডের সভায় এদিন নরেন্দ্র মোদি তৃণমূলের বিরুদ্ধে কাটমানি, দুর্নীতি, সিন্ডিকেট রাজ, ভ্রষ্টাচারের অভিযোগে সরব হয়েছেন। তারই পালটা মমতা ‘মোদি-শাহের সিন্ডিকেট চলছে’ বলে অভিযোগ করেন। মোদির সোনার বাংলার প্রতিশ্রুতিকে তাঁর কটাক্ষ, ‘তোমরা সোনার ভারত গড়তে পার না। সোনার বাংলা গড়বে কী করে!’ তাঁর অভিযোগ, ‘মোদি সরকারের আমলে দেশ দুর্নীতি, ভ্রষ্টাচারে ডুবে গিয়েছে। কেরোসিনের দাম বেড়েছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আর মোদি ফুলেফেঁপে উঠছেন।’ মমতার হুঙ্কার, ‘রান্নাঘরে আগুন লেগেছে। সেই আগুনে মা-বোনেরা পুড়ছেন। তাই মা-বোনেরা কখনওই মোদিকে সমর্থন করবেন না। আর মনে রাখবেন, ছেলেরা-ভাইরা কখনওই মা-বোনদের ছেড়ে যাবেন না।’

Related Articles