Sambad Samakal

জনস্রোত দেখে মনে হচ্ছে আজই ২ মে: মোদি

Mar 7, 2021 @ 6:50 pm
জনস্রোত দেখে মনে হচ্ছে আজই ২ মে: মোদি

ব্রিগেডের সভায় জনস্রোত দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘আজ বিজেপিকে আশীর্বাদ দিতে লক্ষ লক্ষ লোকের এখানে আসা বাংলার বিধানসভা ভোটের ফলাফল বলে দিচ্ছে। সামান্য মানুষ থেকে বুদ্ধীজীবী, শিল্পী সবাই আশীর্বাদ দিচ্ছেন। সবার মনে একটাই আশা, আমাদের বাংলা যেন উন্নতির শিখরে পৌঁছায়।’
মোদি বলেন, ‘আমি দেখছি এবারের বিধানসভা ভোটে একদিকে তৃণমূল, বাম-কংগ্রেস, আর অন্যদিকে বাংলার মানুষ।’ বললেন বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীর কথা। স্মরণ করলেন লোকনাথ বাবাকে। মোদি বলেন, ‘আপনাদের হুঙ্কার শোনার পর আর কারও মনে কোনও সন্দেহ থাকবে না। হয়তো কারো কারও মনে হচ্ছে, আজই ২ মে। ভারত মাতা কি জয়।’
উল্লেখ্য, ২ মে বিধানসভা ভোটের ফলাফল। তাই এদিন আজই ২ মে মন্তব্যে মোদি কার্যত বিজেপির জয় নিশ্চিত বলেই বোঝাতে চাইলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বড় জনসভা দেখেননি বলে মন্তব্য করেন মোদি। বলেন, ‘হেলিকপ্টার থেকে দেখছিলাম। ময়দানে জায়গা নেই। রাস্তায় লোক উপচে পড়ছে। মনে হয় না ওঁরা পৌঁছতে পারবেন। এই সভা সফল করার জন্য সকলকে প্রণাম জানাই।’
মঞ্চ থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও বলেন, ‘আমদের টার্গেট ছিল ১০ লাখ লোক। কিন্তু আজ এখানে দ্বিগুণ লোকের জমায়েত হয়েছে।’

Related Articles