২৬ হাজার চাকরি বাতিল মামলায় আজ, সোমবার ফের শুনানি হতে চলেছে সুপ্রিমকোর্টে। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সব পক্ষের সওয়াল-জবাব শুনবেন।
সূত্রের খবর, এদিনই যোগ্য ও অযোগ্য চাকরিহারাদের তালিকা সুপ্রিমকোর্টে পেশ করতে চলেছে এসএসসি। আপাতত কেবলমাত্র সংখ্যা জানানো হবে বলে খবর। আদালত চাইলে পরবর্তী শুনানিতে বিস্তারিত তালিকা তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত শুনানিতেই সুপ্রিমকোর্ট প্রশ্ন তুলেছিল, ওএমআর শিটের কপি না থাকা সত্ত্বেও কীভাবে যোগ্য ও অযোগ্যদের পৃথক করা সম্ভব। রাজ্য ও এসএসসির দাবি ছিল, এই পৃথকীকরণ করা সম্ভব। জানা যাচ্ছে, এদিনের শুনানিতে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ চাইবে এসএসসি ও রাজ্য সরকার। এখন দেখার শেষপর্যন্ত এই মামলায় ঠিক কী অবস্থান নেয় দেশের সুপ্রিমকোর্ট।