তীব্র গরমে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি আম জনতার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ কয়েক ডিগ্রি কমলেও, অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় রয়েছে। এই পরিস্থিতিতে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকেই হাওয়া বদলে যেতে পারে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।