Sambad Samakal

‘বহিরাগত’ বিপদ মুক্তি চেয়ে পুজো দিয়ে প্রচার শুরু লাভলীর

Mar 9, 2021 @ 9:48 pm
‘বহিরাগত’ বিপদ মুক্তি চেয়ে পুজো দিয়ে প্রচার শুরু লাভলীর

লিখলেন নিজের প্রচারে দেওয়ালও

প্রার্থী ঘোষনার পর মঙ্গলবার প্রথম নিজের কেন্দ্রে আসলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী অরুন্ধতী (লাভলী) মৈত্র। আজ সকাল ১১টা নাগাদ তিনি এসে রাজপুর বিপদতারিনী মন্দিরে পুজো দেন। এর আগেও তিনি এই মন্দিরে পুজো দিতে এলেও প্রার্থী হওয়ার পর আজই প্রথম এলেন। সোনারপুর দক্ষিন কেন্দ্রে এর আগে বিধায়ক ছিলেন প্রবীণ জীবন মুখুপাধ্যায়, এবার টিকিটের দাবিদার ছিলেন আরও বেশ কিছু স্থানীয় নেতা। কিন্তু সবাইকে টপকে প্রার্থী হন টিভি সিরিয়ালের মুখ লাভলী। ফলে ‘বহিরাগত কাঁটা’ নিয়েই লড়াইয়ে নামতে হচ্ছে এই সেলেব প্রার্থীকে।

পুজো দেওয়ার পর কর্মীদের সাথে কথা বলেন তিনি । ঘরের মেয়ে হয়ে উঠতে চান বলে জানান লাভলী। ভোটারদের কাছে তার আবেদন, “আমি তোমাদের ঘরের মেয়ে। প্রতি ঘরেই টিভি মাধ্যমে এতদিন এখানকার বাসিন্দারা দেখতেন। এবার থেকে সশরীরে দেখতে পাবেন। যদিও তিনি বলেন মমতা বন্দোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। আমি তাঁর সৈনিক।” বিধায়ক নির্বাচিত হলে তিনি মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দেন রাজনীতিতে আসা এই নতুন মুখ। সম্প্রতি তাঁর স্বামী সৌম্য রায়কে হাওড়া গ্রামীণ জেলার সুপার থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে জানতে চাইলে দৃশ্যত তাঁর অস্বস্তি চোখ এড়ায় নি। যদিও এটি সম্পূর্ণ রূপে কমিশনের সিদ্ধান্ত বলে বিতর্কে ইতি টানতে চেয়েছেন।

Related Articles