Sambad Samakal

অপসারিত ডিজি বীরেন্দ্র, নজরে সুরজিৎ

Mar 9, 2021 @ 10:54 pm
অপসারিত ডিজি বীরেন্দ্র, নজরে সুরজিৎ

নির্বাচন থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে রাখতে আদেশ দিল কমিশন


বিধানসভা নির্বাচনের ইতিহাসে এই প্রথম পক্ষপাতিত্বের অভিযোগে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে অপাসারণ করল নির্বাচন কমিশন। তঁার পরিবর্তে দায়িত্বে এলেন একসময় সিবিআই’র গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নীরজনয়ন পাণ্ডে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, খুব তাড়াতাড়ি নীরজনয়নের হাতে রাজ্য পুলিশের দায়িত্ব তুলে দিতে হবে। একই সঙ্গে কমিশনের ওই নির্দেশে বলা হয়েছে যে, বিধানসভা নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত এমন কোনও পদেই অপসারিত বীরেন্দ্রকে রাখা যাবে না। অপসারিত ডিজি দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর মমতা বন্দে্যাপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক ছিলেন। বিজেপি গত কয়েকদিন ধরেই কমিশনে অভিযোগ করছিল, ডিজি বীরেন্দ্র পুরোপুরি তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করছে। সুরজিৎ কর পুরকায়স্থ অবসর গ্রহণ করলে বীরেন্দ্রকে ডিজি পদে বসিয়ে, সুরজিৎকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা করা হয়। নবান্নের আশঙ্কা, এবার সুরজিৎ পুরকায়স্থকেও সরিয়ে পুরোপুরি নিষ্ক্রিয় দায়িত্বে পাঠিয়ে দিতে পারে কমিশন। নবান্ন সূত্রে খবর, বুধবারই রাজ্য পুলিশের ডিজি পদে যোগ দিতে পারেন নীরজনয়ন।
অপসারিত বীরেন্দ্রর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছিল বিরোধীরা। তার পরেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করছে তারা। দিন কয়েক আগে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এডিজি (আইনশৃঙ্খলা) পদে থাকা জাভেদ শামিমকেও সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁকে পাঠানো হয় দমকলের দায়িত্বে। আর যিনি দমকলের দায়িত্বে ছিলেন সেই জগমোহনকে আপাতত আনা হয় এডিজি (আইনশৃঙ্খলা) পদে।

Related Articles