Sambad Samakal

মালদায় স্করপিও-অটোর সংঘর্ষে বাড়তে পারে মৃতের সংখ্যা

Mar 13, 2021 @ 5:11 pm
মালদায় স্করপিও-অটোর সংঘর্ষে বাড়তে পারে মৃতের সংখ্যা

বৃহস্পতিবার মলদায় ঘটা পথদুর্ঘটনায় বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনার সময়ই মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছিলেন আরও ৯ জন। বর্তমানে তাঁরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই আশঙ্কাজনক রয়েছেন অনেকেই।

জানা গিয়েছে, বৃস্পতিবার দুপুরে একটি স্করপিও গাড়ির সঙ্গে যাত্রী বোঝাই অটোর সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন আরও ৯ জন। জখমরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সওয়া ১২টা নাগাদ সুতির ধলার মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের মধ্যে রয়েছেন স্করপিওর চালক আজফারুল শেখ (২৮) ও তাঁর বন্ধু ফিরোজ শেখ (২৮)। দুজনেরই বাড়ি সুতি থানার মধুপুর গ্রামে। অন্য ৪জন অটোর যাত্রী নিখিল মণ্ডল (৩৮), নিবারণ মণ্ডল (৬০), সুবোধ মণ্ডল (৬০) ও জনার্দন মণ্ডল (৬০)। তাঁদের সকলেরই বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার সুকদেবপুর গ্রামে। অটোটিও সেখানকারই। আহত অটোর চালক সহ ৯ জনও ওই গ্রামেরই বাসিন্দা। তাঁরা সকলেই জঙ্গিপুরের সীমান্ত গ্রাম চর পিরোজপুর ও চর বাজিতপুরে কলাই ও মটর কাটার জন্য শ্রমিক হিসেবে এসেছিলেন।

Related Articles