Sambad Samakal

নাকের নীচে মাস্ক থাকলেই ধরবে পুলিশ

Mar 13, 2021 @ 7:12 pm
নাকের নীচে মাস্ক থাকলেই ধরবে পুলিশ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে ক্রমশ। বাংলা-সহ দেশের অন্যান্য রাজ্যেও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। এখনই লাগাম দিতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। অথচ প্রথম অবস্থায় আতঙ্ক থাকলেও করোনা ঘিরে ভয় ক্রমশ কাটছে মানুষের মনে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে তৈরি হয়েছে উদাসীনতাও। কেউ কেউ মাস্ক ছাড়াই দিব্যি রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, চড়ে বসছেন গণপরিবহণে। কেউ আবার মাস্ক পরলেও তা নামিয়ে রাখছেন নাকের নীচে থুতনিতে বা গলায়। তাই এবার কড়া হচ্ছে প্রশাসন।

মাস্কহীন যাত্রীদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় বিমান বন্দর কর্তৃপক্ষ। কারণ, বিমান বন্দর থেকেই করোনার এই নতুন বিদেশি স্ট্রেইন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাই শনিবার নির্দেশিকা জারি করে অসামরিক বিমান পরিবহণের ডাইরেক্টরেট জেনারেল (ডিজিসিএ)সাফ জানিয়ে দিলেন, এবার মাস্ক না পড়া অবাধ্য যাত্রীদের ধরবে পুলিশ। বিমানবন্দর থেকে তাঁদের বের করে দেবে সিআইএসএফ। শনিবার এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে । এই পুরো বিষয়টি দেখভাল করবেন বিমানবন্দরের ডিরেক্টর বাস টার্মিনাল ম্যানেজার।

Related Articles