Sambad Samakal

সারদা মামলায় ইডি দফতরে শুভাপ্রসন্ন, চলছে জিজ্ঞাসাবাদ

Mar 17, 2021 @ 2:15 pm
সারদা মামলায় ইডি দফতরে শুভাপ্রসন্ন, চলছে জিজ্ঞাসাবাদ

সারদা মামলার তদন্তে ইডির তলবে সাড়া দিয়ে হাজির হলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সোমবার সকালে সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার দফতরে পৌঁছন তিনি। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

ইডি সূত্রে খবর, সারদা কর্তা সুদীপ্ত সেনের একটি টেলিভিশন চ্যানেল কেনা নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে তদন্তকারীদের। সেই বিষয়েই শুভাপ্রসন্নকে জেরা করতে চান তদন্তকারীরা। চলতি সপ্তাহেই শুভাপ্রসন্নকে সমন পাঠায় ইডি। সেই তলব পেয়েই এদিন ইডির দফতরে পৌঁছন তিনি।

অভিযোগ, বাজারের তুলনায় দ্বিগুণ দামে ওই টিভি চ্যানেলটি সারদা কর্তাকে বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। এই সংক্রান্ত বিষয়েই তদন্তকারীরা এর আগেও তাঁর সঙ্গে কথা বলেছেন। বছর পাঁচেক আগে এ নিয়ে শুভাপ্রসন্নর স্ত্রী ও কন্যাকেও জেরা করেছিল ইডি। সূত্রের খবর, বারবার জেরা করে তদন্তকারীরা চিত্রশিল্পীর কথার অসংগতি খোঁজার চেষ্টা করছেন।

ভোটের মুখে ফের নাড়াচাড়া হচ্ছে সারদাকাণ্ড নিয়ে। তলব করা হচ্ছে তৃণমূল নেত্রী ও দলের ঘনিষ্ঠদের। যার পিছনে আদতে রাজনৈতিক কারণ রয়েছে বলেই অভিযোগ তৃণমূলের।

Related Articles