“রায়বেরেলি আমার পরিবারের কর্মভূমি। এখানকার মানুষদের সেবা করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব।” ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজরিত রায়বেরেলি আসনে মনোনয়ন জমা দিয়ে এভাবেই আবেগে ভাসলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। বললেন, “অমেথি আর রায়বেরেলি আমার কাছে আলাদা কিছু নয়। দুটোই আমার পরিবারের অবিচ্ছেদ্য অংশ। এটা খুশির কথা যে, ৪০ বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত কেশরীলাল জি অমেথি থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন।” উল্লেখ্য, এদিন রাহুল গান্ধীর পাশাপাশি অমেথি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কেশরীলাল শর্মা।
রাহুল বলেন, “অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে আমি আমার আপনজনদের ভালোবাসা ও আশীর্বাদ প্রার্থনা করছি। আমার বিশ্বাস, ভারতের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর এই লড়াইয়ে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন।”