চাকরি বিক্রি কাণ্ডে এবার সরাসরি কুণাল ঘোষকে নিশানা করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়! শুক্রবার আদালতে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বসেই কুণালের সম্পর্কে একের পর অভিযোগ করেন পার্থ! পাল্টা তাঁকেই চাকরি বিক্রির ‘মাস্টারমাইন্ড’ বলে কটাক্ষ ছুঁড়ে দিলেন কুণাল।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেন, “কুণাল ঘোস এসব বলার আগে চিটফান্ডের টাকার হিসেব দিন। ওঁকে অনেক দিন আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ও দলের যা ক্ষতি করেছপ, বিরোধী দলও তা করেনি।”
এপ্রসঙ্গে পাল্টা কুণাল ঘোষ বলেন, “পার্থ চট্টোপাধ্যায় হলেন চাকরি বিক্রির মাস্টারমাইন্ড। তিনি যখন আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, তার মানে বুঝতে হবে দলের মধ্যে আমার অবস্থান ঠিক ছিল। এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। এটা প্রমাণিত হয়ে গেল টাকা তোলার চক্রে কুণাল ঘোষ ছিল না, আর বিরোধীতা করে বলেই যুগে যুগে আমি খারাপ হই।”