Sambad Samakal

ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনেও ভোগান্তি সাধারণের

Mar 16, 2021 @ 2:31 pm
ব্যাংক ধর্মঘটের দ্বিতীয় দিনেও ভোগান্তি সাধারণের

মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল ব্যাংক ধর্মঘট। সোমবারের মতো এদিনও বা বেসরকারি ব্যাংকগুলির শাখা এবং বেশির ভাগ এটিএম বন্ধ থাকে। অনেক এটিমেই টাকা তুলতে না পেরে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। কোথাও এটিএম কাউন্টারের শার্টার বন্ধ, কোথাও অর্দ্ধেক নামানো, আবার কোথার এটিএম কাউন্টার খোলা আছে তো টাকা ফুরিয়ে গেছে। এই অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহর কলকাতা থেক উত্তরবঙ্গ সর্বত্র একই ছবি।

গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে ব্যাংক ধর্মঘট। বেসরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারই প্রতিবাদে এই ধর্মঘট কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার এবং মঙ্গলবার এই দুদিন চলবে এই ধর্মঘট। দেশজুড়েই চলছে এই ধর্মঘট কর্মসূচি। মোট ৯টি ব্যাংক কর্মচারী ইউনিয়ন এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে।

Related Articles