Sambad Samakal

নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকেই বন্ধ বাইক ব়্যালি, জানাল নির্বাচন কমিশন

Mar 22, 2021 @ 6:32 pm
নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকেই বন্ধ বাইক ব়্যালি, জানাল নির্বাচন কমিশন

নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকে বাইক ব়্যালি বন্ধ করতে হবে বলে জানাল নির্বাচন কমিশন। সোমবার এই নিয়ে নির্দেশিকা জারি করেছে কমিশন। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

এর আগে বাইক ব়্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল কমিশন। বলা হয়েছিল একসঙ্গে পাঁচটির বেশি বাইক এক জায়গা দিয়ে যেতে পারবে না। দেশে মোট চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন শুরু হচ্ছে। এর মধ্যেই এবার করোনা পরিস্থিতিতে একাধিক নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই একটি বাইক ব়্যালি নিয়ে কড়া পদক্ষেপ।

সোমবার কমিশন জানিয়েছে, “বেশকিছু এলাকায় দুষ্কৃতীরা বাইক ব়্যালি করছে। তারা ভোটারদের ভয় দেখাতেই ভোটের দিন এবং ভোটের আগে বাইক ব়্যালি করে।”

Related Articles