Sambad Samakal

খড়্গপুরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত ৩, আহত ১

Apr 5, 2021 @ 11:55 am
খড়্গপুরের কাছে ট্রেনের ধাক্কায় মৃত ৩, আহত ১

রেললাইন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই ট্রেন ঢুকে পড়ায় মৃত্যু হল ৩ গ্যাংম্যানের। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের কাছে ডুঁয়া এবং বালিচক স্টেশনের মাঝে। মৃতরা হলেন, বাপি নায়েক, নৃপেন পাল এবং মানিক মণ্ডল। তিনজনেরই বাড়ি কোলাঘাটে। আহত হয়েছেন কিষণ দেশড়া, বাড়ি ডেবরার রাধামোহনপুরে। তাঁকে খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে যান রেলের আধিকারিকরা। ইতিমধ্যে দুর্ঘনাস্থল পরিদর্শনে যান খড়্গপুর ডিআরএমের নেতৃত্বে এক প্রতিনিধি দল।

জানা গিয়েছে, এদিন সকালে ডুঁয়া এবং বালিচক স্টেশনের মাঝে লাইন মেরামতের কাজ করছিলেন গ্যাংম্যানরা। সেই সময় ওই লাইনে ঢুকে যায় হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। হঠাৎ ট্রেন ঢুকে যাওয়ায় সরতে পারেননি গ্যাংম্যানরা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ গ্যাংম্যানের। আহত গ্যাংম্যানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যে লাইনে গ্যাংম্যানরা কাজ করছিলেন সেখানে কী করে এক্সপ্রেস ট্রেন ঢুকে গেল, কেনই বা সিগন্যাল বোঝা গেল না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কার গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল।  

Related Articles