Sambad Samakal

এমসিসি এখন বিসিসি, কমিশনকে তোপ মমতার

Apr 12, 2021 @ 12:10 pm
এমসিসি এখন বিসিসি, কমিশনকে তোপ মমতার

এমসিসি (মডেল কোড অফ কনডাক্ট) এখন বিসিসি (বিজেপি কোড অফ কনডাক্ট) হয়ে গিয়েছে। শীতলকুচির ঘটনা ও সেখানে রাজনৈতিক নেতাদের বাধাদান প্রসঙ্গে রবিবার নির্বাচন কমিশনকে এই ভাষাতেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘কমিশন যা করছে তা নজিরবিহীন। একটি দলের হয়ে কাজ করছে কমিশন।’ একইসঙ্গে সরাসরি নরেন্দ্র মোদি, অমিত শাহকে তোপ দেগে মমতা বলেন, ‘অযোগ্য প্রধানমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য কমিশন।’

এদিন মমতা শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর আচরণের তীব্র নিন্দা করে বলেন, ‘শীতলকুচিতে গণহত্যা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে আধাসেনা।’ একইসঙ্গে নির্বাচন কমিশনের প্রতি তাঁর তোপ, ‘আমাকে আটকাতেই এই নিষেধাজ্ঞা। তথ্য গোপন করার চেষ্টা হচ্ছে।’ তবে ৭২ ঘণ্টা তাঁকে ঢুকতে না দিলেও নিহতদের পাশে দাঁড়ানো থেকে আটকাতে পারবে না বলেও চ্যালেঞ্জ করেন তৃণমূল সুপ্রিমো। এরপর ভিডিওকলেই শীতলকুচিতে নিহত দুটি পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। তাঁদের সমস্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন। ১৪ তারিখ তাঁদের সঙ্গে দেখা করার আশ্বাসও দিয়েছেন। শীতলকুচির ঘটনার প্রতিবাদে ও শোকপালনের জন্য এদিন মমতা কালো পোশাক পরেন এবং মোমবাতি মিছিল করবেন বলেও জানান।

Related Articles