Sambad Samakal

হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৩ কোভিড রোগী

Apr 23, 2021 @ 12:32 pm
হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৩ কোভিড রোগী

মহামারী মোকাবিলায় নাজেহাল অবস্থা মহারাষ্ট্র সরকারের। এর উপর আবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উদ্ধব ঠাকরের রাজ্যের হাসপাতালে। এবার পালঘরে এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হল ১৩ কোভিড রোগীর। গুরুতর আহত আরও ৪ জন। শুক্রবার ভোররাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে দমকলের ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুন লাগল সে ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ বিরার পশ্চিমে বিজয় বল্লভ হাসপাতালের দোতলায় আইসিইউ-তে এই অগ্নিকাণ্ড ঘটে। আইসিইউ-র এসি ইউনিটে বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। শর্ট সার্কিটের কারণেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক সূত্রে খবর। যদিও এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিন্তু তার মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে ১৩ জনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই আইসিইউ-তে ১৭ করোনা আক্রান্তর সেখানে চিকিৎসা চলছিল। তার মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই অগ্নিকাণ্ড বলে অভিযোগ ওই হাসপাতালের রোগীদের আত্মীয়দের। অভিযুক্তদের কঠোর শাস্তিরও দাবি করেছেন তাঁরা।

উল্লেখ্য, দুদিন আগেই মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে প্রাণ হারিয়েছিল ১৪ জন রোগী।

Related Articles