ভোটের মুখেই দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় খুন তৃণমূল কর্মী! জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে বাড়ির কাছেই বাগান থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী তাপস বৈদ্যের মৃত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
অভিযোগ, গোসাবার তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডল এই খুন করেছেন। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা লিখিত আকারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই অভিযুক্ত সুভাষ মণ্ডলকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়।