Sambad Samakal

বন্ধ হয়ে গেল ভাটপাড়া জুটমিল, বেকার কয়েক হাজার শ্রমিক

Apr 26, 2021 @ 12:20 pm
বন্ধ হয়ে গেল ভাটপাড়া জুটমিল, বেকার কয়েক হাজার শ্রমিক

রাজ্যে ভোটপর্ব এখনও সম্পূর্ণ মেটেনি। তবে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ভোট মিটে গিয়েছে। তারপর তিন দিন পেরোতে না পেরোতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন সাড়ে ৪ হাজার শ্রমিক। এই ঘটনার জেরে রবিবার সকালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ভাটপাড়া চত্বরে।   

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও রিলায়েন্স জুটমিলে কাজে যান শ্রমিকরা। তখনই তাঁরা দেখেন জুটমিলের গেট বন্ধ, ঝুলছে নোটিস। সেই নোটিসে লেখা রয়েছে, কাঁচামাল না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল কারখানা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। আচমকা এভাবে জুটমিল বন্ধ করে দেওয়ায় কারখানার সামনেই রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাঁরা। তারপর টায়ার জ্বালিয়ে ঘোষপাড়া রোড অবরোধ করেন শ্রমিকরা। ভাঙচুর চালানো হয় শ্রমিক সংগঠনের অফিসেও। তারপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অবিলম্বে কারখানা খোলা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। যদিও মিল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles