Sambad Samakal

ফের এক সপ্তাহের লকডাউন

Apr 26, 2021 @ 12:26 pm
ফের এক সপ্তাহের লকডাউন

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। এই অবস্থায় রাজধানীতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল। রবিবার একথা ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, রাজধানীতে আগামী ৩ মে, সোমবার পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই বিধ্বস্ত দিল্লি। করোনার সংক্রমণের গ্রাফ যেমন ঊর্ধ্বমুখী, তেমনই হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব চরমে। পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহেই ৬দিনের লকডাউনের ঘোষণা করে কেজরিওয়ালের সরকার। কিন্তু ৬দিন লকডাউনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে মৃত্যু-মিছিল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন তুলে নিলে সংক্রমণের হার স্বাভাবিকভাবে আরও বাড়বে এবং রাজধানীর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। তাই লকডাউন বাড়ানোর সিদ্ধান্তই নিল কেজরিওয়াল সরকার।

Related Articles