Sambad Samakal

নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রীর

Apr 28, 2021 @ 4:54 pm
নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রীর

বেনজির! খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করল তাঁর পরিবার। মৌখিক অভিযোগ নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন কাজল সিনহার স্ত্রী। উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে খড়দা থানায় মামলা দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, রাজ্যে করোনার বাড়বাড়ন্ত এবং নির্বাচন কমিশনের জন্যই কাজল সিনহার মৃত্যু হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তাঁর স্ত্রী। তিনি আরও জানিয়েছেন, অন্যান্য সমস্ত রাজ্যে দু দফায় বা তিন দফায় ভোট হয়েছে। কিন্তু কেবল বাংলাতেই ৮ দফায় ভোট করল কমিশন। এতগুলো দফায় ভোট করা এবং নির্বাচনী প্রচারে বিধি-নিষেধ না করার জন্যই রাজ্যে করোনার বাড়বাড়ন্ত হয়েছে। আর তারই বলি হয়েছেন কাজল সিনহা।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়েই গত ২৫ এপ্রিল মৃত্যু হয় খড়দার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী কাজল সিনহার।  

Related Articles