Sambad Samakal

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল

Apr 30, 2021 @ 11:11 am
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল

করোনার বলি এবার দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। পদ্মবিভূষণপ্রাপ্ত প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি শুক্রবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সুপ্রিম কোর্টের এই প্রাক্তন দুঁদে আইনজীবীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সোরাবজির প্রয়াণ দেশের আইন বিশেষজ্ঞদের কাছে বড় ধাক্কা বলে টুইটে জানিয়েছেন তিনি।

মুম্বইয়ের এক পার্সি পরিবারে জন্ম সোরাবজির। বম্বে হাইকোর্টের আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। ১৯৭১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন। তারপর ১৯৮৯ সালে প্রথমবার এক বছরের জন্য এবং ১৯৯৮ সালে দ্বিতীয়বার ভারতের অ্যাটর্নি জেনারেল হন সোরাবজি। টানা ৬ বছর অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন তিনি। সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার অধিকার রক্ষার জন্য লড়াই করেছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন সোরাবজি। ২০০২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ পান সোরাবজি।

Related Articles