Sambad Samakal

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা মাদ্রাজ হাইকোর্টের

Apr 30, 2021 @ 12:18 pm
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা মাদ্রাজ হাইকোর্টের

দেশের সংকটজনক করোনা পরিস্থিতিতে এবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল মাদ্রাজ হাইকোর্ট। শুক্রবার করোনা সংক্রান্ত এক মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের প্রশ্ন, ‘গত ১০-১৫ মাস ধরে কী করছিল কেন্দ্রীয় সরকার? হঠাৎ করে এপ্রিলে কেন উদ্যোগ নিল?’ একইসঙ্গে কেন্দ্রকে ভর্ৎসনা করে আদালতের পর্যবেক্ষণ, ‘এখন উদ্যোগ নিলে তো জুলাইয়ে পরিকল্পনা কার্যকর হবে।’ এপ্রসঙ্গে কেন্দ্রের জবাব, ‘করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আসবে ভাবা যায়নি।’ এরপর মাদ্রাজ হাইকোর্টের পাল্টা প্রশ্ন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ কি নেওয়া হয়েছিল?’

উল্লেখ্য, সম্প্রতি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনার বাড়বাড়ন্তের জন্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে মাদ্রাজ হাইকোর্ট। তারপরই রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বিশেষ নির্বাচন বিধি লাগু করে কমিশন। এবার আদালতের তোপের মুখে পড়ল কেন্দ্র।

Related Articles