Sambad Samakal

করোনা মোকাবিলায় সেনাবাহিনীর কাছে সাহায্যের আবেদন দিল্লি সরকারের

May 3, 2021 @ 1:29 pm
করোনা মোকাবিলায় সেনাবাহিনীর কাছে সাহায্যের আবেদন দিল্লি সরকারের

রাজধানীতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি অক্সিজেন সংকট চরমে উঠেছে। মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতির মোকাবিলায় নাজেহাল অবস্থা অরবিন্দ কেজরিওয়াল সরকার। তাই এবার সেনাবাহিনীর দ্বারস্থ হল আপ সরকার।

জানা গিয়েছে, করোনা সংকট মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়ে সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। চিঠিতে তিনি লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতে দিল্লির স্বাস্থ্যসেবার পরিকাঠামোর উপর প্রচণ্ড চাপ বেড়েছে। তাই দিল্লির মানুষের সাহায্য করার জন্য আমি সেনাবাহিনীর কাছে আবেদন জানাচ্ছি।’ টুইটারেও গোটা বিষয়টি জানিয়ে সিসোদিয়া লেখেন, ‘অক্সিজেন সরবরাহের জন্য আমাদের দ্রুত মদত চাই। এই মর্মে সেনাবাহিনী-সহ অনেকের কাছে আমরা আবেদন জানিয়েছি। আমরা বেসরকারি সংস্থাগুলির কাছেও সাহায্য চেয়েছি।’

যদিও কেজরি সরকারের এই আবেদনের এখনও কোনো জবাব দেয়নি কেন্দ্র। তবে কেন্দ্র সেনা সাহায্যের বিষয়ে কী ভাবছে, সে বিষয়ে অবিলম্বে জবাব চেয়েছে দিল্লি হাইকোর্টও।

Related Articles