Sambad Samakal

নন্দীগ্রামে পুনর্গণনা হলে প্রাণসংশয় হতে পারে রিটার্নিং অফিসারের !

May 3, 2021 @ 3:51 pm
নন্দীগ্রামে পুনর্গণনা হলে প্রাণসংশয় হতে পারে রিটার্নিং অফিসারের !

নন্দীগ্রামে ভোট গণনা নিয়ে আতঙ্কিত ছিলেন রিটার্নিং অফিসার। নন্দীগ্রামে ভোট গণনা নিয়ে এমনই দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তাঁর ফোনে আসা একটি এসএমএস সাংবাদিকদের পড়ান মমতা। যেখানে লেখা রয়েছে, ‘রিটার্নিং অফিসার বলছেন, পুনর্গণনার নির্দেশ দিলে তাঁর প্রাণসংশয় হতে পারে।’ নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে অভিযোগ জানিয়ে মমতা বলেন, ‘ইভিএম মেশিন পাল্টে দিয়েছে। আরও অনেক কিছু করেছে। নন্দীগ্রামে কীরকম ভোটগ্রহণ হচ্ছিল, সবাই জানে। দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক সেখানে ছিল। গণনার সময়ও ৪০ মিনিট লোডশেডিং করে রেখেছিল। এত বড় মাফিয়াগিরি দেখিনি। আমরা অবশ্যই আদালতে যাব।’

ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসার ছবি ফুটে উঠেছে, সেপ্রসঙ্গে এদিন তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দেন। বলেন, হিংসা নয়, করোনা মোকাবিলাই এখন প্রধান লক্ষ্য। শান্ত থাকুন। পুলিশকে অভিযোগ জানান। তবে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী অনেক অত্যাচার করেছে, এমনকি ফলপ্রকাশের পরেও বিজেপি বাড়াবাড়ি করছে বলে অভিযোগ তুলেছেন মমতা।

Related Articles