Sambad Samakal

জন্মদিন পালন না করে কোভিড রোগী ভর্তিতে ব্যস্ত অতীন ঘোষ

May 10, 2021 @ 10:50 am
জন্মদিন পালন না করে কোভিড রোগী ভর্তিতে ব্যস্ত অতীন ঘোষ

জনতার রায়ে বিধায়ক হয়েছেন মাত্র সাত দিন আগে। এবারের জন্মদিন তাই তাঁর কাছে উৎসবমুখর হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড সংকট কালে সমস্ত উৎসব বাতিল করে করোনা মোকাবিলাতেই দিনভর ব্যস্ত রইলেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ।
রবিবার, জন্মদিনের সকালেই ফেসবুকে জন্মদিন পালন না করার কথা জানিয়ে পোস্ট করেন তিনি। লিখেছেন, ‘আমার জন্মদিন উপলক্ষে আপনাদের সকলের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আমার হৃদয়কে সিক্ত করেছে। যদিও পারিপার্শ্বিক এই কঠিন সময়ে এবছর আমি আমার জন্মদিন কোনভাবেই পালন করছি না।’ অনুগামীদের স্পষ্টই জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে কোনও উৎসব পালনের জন্য যেন তাঁর কাছে কেউ না আসেন। শনিবার মধ্যরাত পর্যন্ত কোরোনা মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করেছেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ। কোথাও রোগী ভর্তির তদ্বির, কখনও করোনায় মৃতের দেহ সৎকার নিয়ে তৈরি হওয়া জটিলতা মিটিয়েছেন। রবিবার সকালে ঘুম ভাঙার পর থেকেই কোভিড মোকাবিলায় ফের শুরু হয়েছে তৎপরতা। পুরীর জগন্নাথ দেবের পরম ভক্ত শুধু এদিন সকালে কিছুটা সময় কাটিয়েছেন ঠাকুর ঘরে। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছেন সকলের মঙ্গল কামনায়। এরপরেই ফেসবুকে জন্মদিন না পালনের কথা পোস্ট করে তিনি নেমে পড়েছেন মানব সেবায়। অতীন ঘোষ লিখেছেন, ‘বেদনাদগ্ধ পরিবারের যন্ত্রণাময় দৃশ্য, চারিদিকে অকাল মৃত্যুর নামাবলী, স্বজনহারা বিপদগ্রস্ত পরিবারের সাহায্যের আর্তি, মৃতদেহ সৎকারের জন্য নিকট আত্মীয়ের আকুল প্রার্থনা- আমার এই জন্মদিনের আবেগঘন মুহূর্তকে সম্পূর্ণরূপে উৎসাহহীন ও ফ্যাকাশে করে তুলেছে। এইরকম সংকট ময় অবস্থায় আমি এই দিনটি উদযাপন থেকে সম্পূর্ণরূপে বিরত থেকে উপরন্তু কোভিড আক্রান্ত পরিবারের পাশে থেকে সহযোদ্ধা হিসেবে নানাবিধ ভাবে তাদেরকে সাহায্য করতে বদ্ধপরিকর। আমার সকল শুভাকাঙ্খীদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য অথবা কোনরকম ভাবে দিনটি উদযাপন করার জন্য আমার বাড়ি অথবা অফিসে দয়া করে আসবেন না। এই কঠিন পরিস্থিতিতে আমি আমার দায়িত্বের প্রতি অবিচল থেকে কোভিড নিয়ন্ত্রণের জরুরি কাজে ব্যস্ত রয়েছি।আশা করি অদূর ভবিষ্যতে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা আবার মিলিত হব এবং একসঙ্গে নানা অনুষ্ঠান উদযাপন করব।’

Related Articles