Sambad Samakal

বাংলায় টুইট করে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য মোদি- শাহের, প্রণাম জানালেন মমতাও

May 9, 2021 @ 1:04 pm
বাংলায় টুইট করে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য মোদি- শাহের, প্রণাম জানালেন মমতাও

বাংলা একুশে নির্বাচনের আগে থেকেই বাঙালির আবেগ ছুঁতে বাংলা ভাষায় টুইট করা শুরু করেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। আজ কবিগুরুর জন্মদিনেও তার ব্যতিক্রম হল না। স্বপ্নের ভারত গড়তে কবিগুরুর আদর্শ পাথেয় হবে জানিয়ে
টুইটারে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘রবীন্দ্রজয়ন্তীতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার প্রণাম। প্রার্থনা করি, তাঁর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলতে তাঁর আদর্শ আমাদের উৎসাহ ও শক্তি প্রদান করবে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলায় টুইট করে লিখেছেন, ‘জ্ঞান ও দর্শনের উজ্জ্বল জ্যোতিষ্ক,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বহুমুখী প্রতিভা এবং মহান ব্যক্তিত্ব দিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে মেলে ধরেন। তাঁর উচ্চ বিচারধারা জাতীয় চেতনাকে এক অনন্যরূপ প্রদান করে, যা স্বাধীনতা আন্দোলনকে দেয় নতুন গতি। এমন মহামানবের চরণে শতকোটি প্রণাম।’
অন্যদিকে, টুইটারের সঙ্গে ফেসবুকেও কবিগুরুকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর গানের পংক্তি তুলে ধরে তিনি লেখেন, ‘চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি।’

Related Articles