Sambad Samakal

১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা

May 11, 2021 @ 3:42 pm
১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা

১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে না। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ। তবে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হবে নাকি পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। এই বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী ১ জুন থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ করেছে রাজ্য সরকার। স্কুলও পুনরায় বন্ধ হয়েছে। বিভিন্ন সরকারি দফতরে কর্মী উপস্থিতির হারও কমিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন মাধ্যমিক পরীক্ষা হলে যথোপযুক্ত পরীক্ষক পাওয়া যেমন মুশকিল, তেমনই পরীক্ষার্থী থেকে পরীক্ষক- সকলেরই সংক্রমণের আশঙ্কা রয়েছে। এছাড়া লোকাল ট্রেন বন্ধ থাকায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেও সমস্যায় পড়তে হবে পরীক্ষার্থীদের। তাই গোটা বিষয়টি বিবেচনা করে আপাতত ১ জুন মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হল।

Related Articles