Sambad Samakal

চলতি মাসেই রাজ্যে আছড়ে পড়বে আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় !

May 13, 2021 @ 3:56 pm
চলতি মাসেই রাজ্যে আছড়ে পড়বে আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় !

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা রাজ্য। এর মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। আমফানের আতঙ্ক এখনও সম্পূর্ণ কাটেনি রাজ্যবাসীর। এর মধ্যে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে রাজ্যে। যার জেরে ফের লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। চলতি মাসের শেষেই বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।

আবহাোয়া দফতর সূত্রে খবর, বিশেষ কোনো পরিবর্তন না ঘটলে ২৮ মে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। আবহবিদদের একাংশের মতে, এই ঘূর্ণিঝড়ের ফলে আমফানেরও থেকে বেশি বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

যদিও আবহাওয়া দফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস সবসময় মেলে না। তবে যখন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আগাম সতর্ক থাকা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles