Sambad Samakal

সুতির ব্যাগে মুড়ে করোনা আক্রান্তের দেহ সৎকার করা হবে, সিদ্ধান্ত রাজ্যের

May 16, 2021 @ 9:42 pm
সুতির ব্যাগে মুড়ে করোনা আক্রান্তের দেহ সৎকার করা হবে, সিদ্ধান্ত রাজ্যের

এবার থেকে করোনা আক্রান্তের দেহ প্লাস্টিকে মুড়ে নয়, সুতির ব্যাগে মুড়ে করা হবে সত্কার। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চুল্লি ঠিক রাখতে এবং দূষণ রোধে সুতির ব্যাগে মুড়ে দেহ সরকারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আজ, রবিবার থেকে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়া হল সুতির ব্যাগ।
জোগান কম থাকায় আজ সবকটি হাসপাতালকে এই ব্যাগ দেওয়া সম্ভব হয়নি। পরে ধাপে ধাপে জোগান ও সুতির ব্যাগের ব্যবহার বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।
এখনও পর্যন্ত ১৩০০ এ ধরনের ব্যাগ হাতে এসেছে। তন্তুজ ও বঙ্গশ্রীকে এই ধরনের ব্যাগ তৈরির বরাত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Related Articles