Sambad Samakal

অসহায় দিল্লিবাসীর জন্য একগুচ্ছ ঘোষণা কেজরিওয়ালের

May 19, 2021 @ 10:18 am
অসহায় দিল্লিবাসীর জন্য একগুচ্ছ ঘোষণা কেজরিওয়ালের

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দিল্লি। বহু মানুষ স্বজন হারিয়েছেন। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত শিশুরা অতিমারিতে তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের শিক্ষার ভার নেবে দিল্লি সরকার। বিনা খরচে পড়াশোনা করবে তারা। শুধু তাই নয়, ২৫ বছর পর্যন্ত তাদের প্রত্যেককে প্রতি মাসে ২,৫০০ টাকা করে দেবে সরকার। শুধু বাবা-মা হারা শিশু নয়, করোনা পরিস্থিতিতে যে সমস্ত পরিবার প্রধান উপার্জনকারীকে হারিয়েছে তাদেরও প্রতি মাসে ২,৫০০ টাকা করে দেবে দিল্লি সরকার।
এছাড়া দুঃস্থ পরিবারগুলিকে প্রতি মাসে ১০ কেজি করে রেশন দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন কার্ড না থাকলেও চলবে। মাসিক আয়ের সার্টিফিকেটও দেখাতে হবে না। রেশনের প্রয়োজন আছে তা সরকারকে জানালেই চলবে।

Related Articles