Sambad Samakal

চলতি মাসেই ধেয়ে আসছে আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড়

May 18, 2021 @ 6:58 pm
চলতি মাসেই ধেয়ে আসছে আমফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড়

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। যেটি আমফানের থেকেও শক্তিশালী হবে। এমনই আশঙ্কাবার্তা শোনাল হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যা ঘূর্ণাবর্তে পরিবর্তিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। সুন্দরবন উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তারপর অভিমুখ পরিবর্তন করে সেটি চলে যেতে পারে বাংলাদেশে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সুন্দরবন উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম ‘যশ’। ২৩ মে রবিবারই আছড়ে পড়তে পারে এটি। এর তীব্রতা আমফানের থেকেও বেশি হতে পারে বলে আবহবিদদের আশঙ্কা। এর জেরে দক্ষিণবঙ্গে চলতি মাসের শেষে প্রবল ঝড়, বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
তবে আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে, ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস আবহবিদদের। তবে দার্জিলিং, জলপাইগুড়িতে, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Articles