Sambad Samakal

এ বছর আর ফাইজার মডার্নার ভ্যাকসিন জুটবে না ভারতবাসীর

May 26, 2021 @ 10:14 am
এ বছর আর ফাইজার মডার্নার ভ্যাকসিন জুটবে না ভারতবাসীর

অবশেষে নিজেদের অবস্থান সাফ করে দিল মার্কিন ভ্যাকসিন উৎপাদক সংস্থা মডার্না ও ফাইজার। চলতি বছরে মডার্নার হাতে কোনো উদবৃত্ত ভ্যাকসিন নেই যে তারা ভারতে পাঠাবে। তারা ইতিমধ্যেই ভারতীয় ফার্মা সংস্থা সিপলা সহ বেশ কয়েকটি স্থানীয় উৎপাদকের সঙ্গে আলোচনা চালাচ্ছে যাতে আগামী বছর ভারতে সিঙ্গল ডোজের ভ্যাকসিন উৎপাদন করা যায়। ফলে ভারতে চলতে থাকা বর্তমান ভ্যাকসিন সঙ্কটে মডার্না আদৌ কোনো কাজে আসতে পারবে না।
অপর ভ্যাকসিন উৎপাদক সংস্থা ফাইজার ভারতে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন এই বছরেই দিতে পারে। কিন্তু তারা চায় ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু আইন ভারত সরকার শিথিল করুক। ফাইজার চায় ভারতে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে টিকাকরণ শুরুর আগে পরীক্ষা ও ট্রায়াল করার নিয়ম অবলুপ্ত হোক। ফাইজারের এই দাবি বিবেচনা করতে শীঘ্রই ন্যাশানাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯ বৈঠকে বসবে। উল্লেখ্য এর আগেই ফাইজার, মডার্না দিল্লি ও পাঞ্জাব সরকারের সরাসরি ভ্যাকসিন কেনার চেষ্টা বাতিল করেছে। তারা কেন্দ্রীয় নিয়ম শিথিল করলেই ভারতে আসবে এখন তা স্পষ্ট হয়ে গেছে।

Related Articles