Sambad Samakal

ফাইজারের সঙ্গে আলোচনায় গতি, জুলাইয়ে আসতে পারে টিকা

May 28, 2021 @ 9:32 am
ফাইজারের সঙ্গে আলোচনায় গতি, জুলাইয়ে আসতে পারে টিকা

অবশেষে খানিকটা কাটল অচলাবস্থা। মার্কিন কোভিড ভ্যাকসিন উৎপাদক সংস্থা ফাইজারের সঙ্গে আলোচনা শুরু করল কেন্দ্র সরকার। ফাইজার আগেই শর্ত দিয়েছিল তারা কেন্দ্র সরকারকেই ভ্যাকসিন সরবরাহ করবে। ফাইজার আগেই জানিয়েছিল তাদের শর্তে ভারত সরকার রাজি থাকলে অবিলম্বে পাঁচ কোটি ভ্যাকসিন তারা ভারতকে দিতে পারবে। কিন্তু টিকার পরীক্ষা ইত্যাদি নিয়ম শিথিল করার দাবি জানিয়েছিল ফাইজার।

অবশেষে সেই দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নীতি আয়োগের ভ্যাকসিনষবিষয়ক উপদেষ্টা ভিকে পল জানিয়েছেন ফাইজারের কাছে কেন্দ্র কি চায় এবং ফাইজার সরকারের কাছে কি চায় তা নিয়ে আলোচনা চলছে। দ্রুত সমাধান সূত্র বের হবে। আর জুলাইয়ে ফাইজার ভারতে ভ্যাকসিন পাঠাবে। ভ্যাকসিনের তুমুল সঙ্কটে ফাইজারই এক মাত্র আশার আলো। কারণ মডার্না স্পষ্ট জানিয়েছে চলতি বছর তারা কোনো ডোজ ভারতে সরবরাহ করতে পারবে না। ফলে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিকের পর ফাইজারের টিকা ভারতে চতুর্থ টিকা হিসেবে কাজ করবে।

Related Articles