Sambad Samakal

মুমূর্ষু করোনা রোগীদের জন্য চালু হল অক্সিজেন বাস পরিষেবা

May 31, 2021 @ 1:34 pm
মুমূর্ষু করোনা রোগীদের জন্য চালু হল অক্সিজেন বাস পরিষেবা

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হল অক্সিজেন বাস পরিষেবা। জেলার প্রধার পাঁচটি হাসপাতাল– বারাসত সদর হাসপাতাল, বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকবে একটি করে অক্সিজেন বাস। এই বাসে থাকবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর। প্রয়োজন অনুযায়ী মুমূর্ষু করোনা রোগীরা এই বাসে বসেই পাবেন অক্সিজেন পরিষেবা।
অক্সিজেন বাস পরিষেবা সম্পর্কে জেলাশাসক জানান, অনেক সময় অনেক করোনা আক্রান্ত রোগী হাসপাতালে আসেন, যাঁদের শরীরে অক্সিজেন মাত্রা অনেকটা কমে গিয়েছে। অবিলম্বে অক্সিজেন দিতে হবে। অথচ হাসপাতালে বেড নেই। সেই সমস্ত রোগীদের ততক্ষণাত্ অক্সিজেন দিয়ে চিকিত্সা শুরু করতেই এই অক্সিজেন বাসের ব্যবস্থা করা হয়েছে। বাসের মত এটিতেও অনেক সিট থাকায় একসঙ্গে অনেক রোগীকে অক্সিজেন পরিষেবা দেওয়া যাবে। তবে করোনাবিধির উপরেও জোর দেওয়া হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন।

Related Articles