Sambad Samakal

রোগীর কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালেের বিরুদ্ধে

May 31, 2021 @ 12:32 pm
রোগীর কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালেের বিরুদ্ধে

শ্বাসকষ্টজনিত কারণেই নাকি মৃত্যু হয়েছে। অথচ রোগীর পেট রহস্যজনকভাবে কাটা। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চন্দননগর মহকুমা হাসপাতাল চত্বরে। সরকারি হাসপাতালের বিরুদ্ধে কিডনি বের করে নেওয়ার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। উঠল।
জানা গিয়েছে, মৃতার নাম রুবিয়া খাতুন (৫৫)। বাড়ি ভদ্রেশ্বরের তেলিনিপাড়া সেগুন বাগান এলাকায়। শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন রুবিয়া। সন্ধ্যায় হাসপাতালেই তিনি মারা যান। রুবিয়ার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কিন্তু মুসলিম ধর্মানুযায়ী দেহ কবর দেওয়ার আগে স্নানের সময় রুবিয়ার পেট কাটা দেখতে পায় পরিবারের লোকেরা। এরপরই তাঁরা রুবিয়ার পেট থেকে কিডনি বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগে সরব হন। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। চন্দননগর মহকুমা হাসপাতালেও বিক্ষোভ দেখান মৃতার পরিবার। দেহ কবর না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের জবাব দাবি ককরন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

Related Articles