Sambad Samakal

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

Jun 2, 2021 @ 6:49 pm
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

সিবিএসই, আইএসসি পরীক্ষা বাতিলের পর এবার অনিশ্চয়তা দেখা দিল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরেও। সূত্রের খবর, সিবিএসই, আইএসসির পথে হেঁটেই এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাও বাতিল করতে পারে রাজ্য শিক্ষা দফতর।
বুধবারই ঘোষণা হওয়ার কথা ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি। কিন্তু রাতারাতি সেই সূচি ঘোষণা স্থগিত করা হল। জানা গিয়েছে, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে গঠন করা হচ্ছে একটি বিশেষজ্ঞ কমিটি। ওই কমিটিতে থাকছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক সংসদের শীর্ষ আধিকারিক, মনোবিদ, শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন। করোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া হবে, বা আদৌ হবে কিনা, পরীক্ষা না হলে কীসের ভিত্তিতে, কবে ফল প্রকাশ করা হবে, সেসব বিষয় পর্যালোচনা করে ওই বিশেষজ্ঞ কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে। তারপরেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য শিক্ষা দফতর।

Related Articles