Sambad Samakal

সন্ধ্যার পর বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা

Jun 4, 2021 @ 5:44 pm
সন্ধ্যার পর বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা

কেরলের হাত ধরে ভারতে প্রবেশ করে গিয়েছে বর্ষা। উত্তরের দিকে এগোতেও শুরু করেছে। তবে বাংলায় ঢুকতে এখনও বেশ দেরি রয়েছে। ফলে তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং সন্ধ্যার পর বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সকালের দিকে এলাকার রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়া থাকলেও রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

Related Articles