Sambad Samakal

প্রয়াত নন্দীগ্রাম আন্দোলনের সৈনিক শেখ কুদরত আলি

Jun 8, 2021 @ 7:33 pm
প্রয়াত নন্দীগ্রাম আন্দোলনের সৈনিক শেখ কুদরত আলি

প্রয়াত হলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম সৈনিক শেখ কুদরত আলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার বিকেল সোয়া তিনটে নাগাদ তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নন্দীগ্রাম আন্দোলনের সংহতিতে ২০০৭ সালে খেজুরিতে গড়ে উঠেছিল কৃষিজমি রক্ষা কমিটি। সেই কমিটির সভাপতি ছিলেন শেখ কুদরত আলি। তাঁর মৃত্যুতে শোকাহত নন্দীগ্রাম। কলকাতা থেকে শোক প্রকাশ করেছেন সামনে থেকে আন্দোলন প্রত্যক্ষ করা সাংবাদিক সুকুমার মিত্র।
সুকুমারবাবু জানান, বয়সজনিত অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন শেখ কুদরত আলি। এর মধ্যেই আচমকা মস্তিকে রক্তক্ষরণ শুরু হওয়ায় তাঁকে তমলুকের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গত তিনদিন সেখানেই আইসিইউতে থাকার পর এদিন সকালে ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। কিন্তু বিকেল গড়াতেই জীবনযুদ্ধে হার মানলেন খেজুরির এই লড়াকু নেতা। চিকিৎসকরা জানিয়েছেন, ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। কাজ করা বন্ধ করে দিয়েছিল একাধিক অঙ্গ প্রত্যঙ্গ।

Related Articles